স্বচ্ছভারতের প্রচারে গত বছর ইডেনে ঝাড়ু হাতে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। মুহূর্তেই ঝাড়ু দেওয়ার সেই ছবি ভাইরাল হয়ে যায়। এক বছর পার করে ফের সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে সেই ছবি।
ঝাঁড়ু হাতে কোহলি ছবি পোস্ট করে ডেনিস নামের এক অস্ট্রেলিয়ান সাংবাদিক টুইটে লিখেছেন,‘বিশ্ব একাদশের ম্যাচের আগে মাঠের যত্ন নিতে ঝাড়ুদাররা মাঠ পরিষ্কার করছে।’
ছবির সঙ্গে এই ক্যাপশন ব্যাবহার করে ইঙ্গিতটা যে তিনি কোহলিকেই বুঝিয়েছেন সেটা বুঝতে ভুল করেনি ক্রিকেট বিশ্ব। ভারত অধিনায়ককে নিয়ে এমন অসম্মানজনক টুইটের পরই ইন্টারনেট দুনিয়ায় কোহলি অনুরাগীদের তোপের মুখে পড়েছেন সেই সাংবাদিক।
রবিবারই চিপকের বাইশ গজে শুরু হচ্ছে ভারত-অজি মহারণ। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে স্মিথব্রিগেডও ভারতে এসে পড়েছে।এরপরই এমন টুইট দুই ক্রিকেট খেলিয়ে দেশের মধ্য সম্পর্কে ভাঙ্গন ধরাতে পারে বলে মনে করছে ক্রিকেটভক্তরা। শুধু তাই নয় বছরের শুরুতে ‘ডিআরএস’ গেট নিয়ে দুই দেশের ক্রিকেটাররা সমস্যায় জড়িয়েছিল। সেই অতীত ভুলেই ফের নতুন করে সিরিজ শুরুর বার্তা দিয়েছেন অজি ক্যাপ্টেন স্মিথ।
তির্যক টুইট নিয়ে ক্রিকেটাররা কোনও মন্তব্য না করলেও ইন্টারনেট দুনিয়ায় এই মন্তব্য জেন ওয়াইয়ের মধ্য আলোড়ন ফেলেছে। অজি সাংবাদিকের কুরুচিকর কমেন্টের তুলোধোনা করে ক্রিকটপ্রেমীরা লিখেছেন, ভারতীয় ব্যাটসম্যানরা সবসময়ই বিপক্ষকে ক্লিন সুইপ করতে সিদ্ধহস্ত। শুধু তাই নয় একধাপ এগিয়ে আরেক কোহলি অনুরাগী লেখেন অজি সফরের আগে ছবিটা অবশ্যই প্রাসঙ্গিক। বিরাট অজিদের কিভাবে সুইপ করে সিরিজ হোয়াইটওয়াশ করবেন তারই প্রস্তুতি সাড়ছেন। একজন আবার অজি লিখিয়েকেই আর্বজনা সঙ্গে তুলনা করে তাঁকেই সুইপ করে নোঙরা হাঁটানোর আর্জি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭