আগামী নভেম্বরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে এ সম্পর্কিত সমঝোতা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। নভেম্বরে লাহোরে তিনটি টি-২০ ম্যাচ খেলতে ক্যারিবীয় বোর্ড রাজী হয়েছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে কথা বলতে গিয়ে শেঠী এই তথ্য জানিয়ে বলেছেন শিগগিরই সিরিজের সূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেছেন, আগামী ২৯ অক্টোবর লাহোরে একটি টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তান সফরে আসবে শ্রীলঙ্কা। এ সম্পর্কে শেঠী বলেন, শ্রীলঙ্কাকে অন্তত দুটি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছে পিসিবি।
দুটি সিরিজই যদি সময়মত অনুষ্ঠিত হয় তবে এটা পাকিস্তান ক্রিকেটে একটি ইতিবাচক ভূমিকা রাখবে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পরে এই প্রথম পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই ঘটনার পরে কোনো টেস্ট খেলুড়ে দেশই নিরাপত্তার অযুহাতে পাকিস্তান সফরে আসেনি। যদিও ২০১৫ সালে মে মাসে সীমিত ওভারের ম্যাচ খেলতে জিম্বাবুয়েকে আনতে সক্ষম হয়েছিল পিসিবি। কিন্তু ওই ম্যাচগুলো আইসিসি অনুমোদিত ছিল না। বর্তমানে বিশ্ব একাদশের বিপক্ষে লাহোরে পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজ চলছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম