খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন নান্নু নিজেই।
তিনি জানান, ‘খালেদ মাহমুদ সুজন যেতে পারছেন না। তাই আমাকেই ক্রিকেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।’
জানা গেছে' খালেদ মাহমুদ সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অপরাগতা প্রকাশ করেছেন। তাই বিসিবি বিকল্প ম্যানেজার হিসেবে নান্নুকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম