চলতি বছরের শুরুতে টেস্ট সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজেও কুলদীপের কাছে ধরাশায়ী হয়েছে ওয়ার্নার-ওয়েডরা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করায় এবার স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের প্রশংসায় ভেসে গেলেন 'চায়নাম্যান' কুলদীপ৷
সাবেক অজি লেগ স্পিনার কুলদীপের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টুইটারে লিখেছেন, ‘ওকে অনেক কাছ থেকে দেখেছি, কুলদীপের বলে ব্যাটসম্যানদের বোকা বনতে দেখলে এখন বেশ উপভোগ করি৷’
আইপিএল খেলার দরুণ কুলদীপের মতো প্রতিভাকে শুরুর দিন থেকেই দেখেছেন ওয়ার্ন৷ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কুলদীপের মধ্যে অন্যতম সেরা লেগ স্পিনার হওয়ার রসদ রয়েছে বলে মনে করেন স্পিনের এই কিংবদন্তি৷
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর