অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শেষ। সেই সিরিজ দাপটের সঙ্গে ৪-১ ব্যবধানে জিতল ভারত। এবার সামনে টি-২০ ম্যাচের সিরিজ। আগামী শনিবার থেকে তিন ম্যাচের এই সিরিজ শুরু হতে চলেছে। তার আগেই ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই।
দলে ফিরলেন শিখর ধাওয়ান। তার স্ত্রীর অসুস্থতার জন্য একদিনের ম্যাচের সিরিজে ছিলেন না শিখর ধাওয়ান। ১৫ জনের দলে ডাক পেয়েছেন ৩৮ বছর বয়সী আশিস নেহরাও। দলে ডাক পেয়েছেন দীনেশ কার্তিকও। তবে, সূযোগ পাননি ঋষভ পন্থ। রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজাকেও দলে রাখা হয়নি।
ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, যাশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা এবং অক্ষর প্যাটেল।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর