লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এর পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও বড় আসর বা ম্যাচ আয়োজন করতে পারেনি পাকিস্তান।
তবে পাকিস্তানের মাটিতে সম্প্রতি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বিশ্ব একাদশ বনাম স্বাগতিক পাকিস্তান। এই সিরিজটি আয়োজনে পিসিবির খরচ হয় প্রায় ২৪৬ কোটি টাকা! বিশ্ব একাদশের প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন ৮০ লাখ টাকারও বেশি। সেই তালিকায় ছিলেন বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
আর ভবিষ্যতে দেশটির মাটিতে তারকা ক্রিকেটারদের সফরের ধারা ধরে রাখতে এবার আরো লোভনীয় প্রস্তাব দিল পিসিবি।
পাকিস্তানের একটি দৈনিকে জানানো হয়, দেশটির মাটিতে বিদেশি ক্রিকেটাররা প্রতি ম্যাচ খেলে পাবেন ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ ২০ হাজার টাকা। আর এই প্রস্তাব দেয়া হয়েছে, বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের ইয়ন মরগানদের মতো সেরা তারকাদের।
সংবাদে আরো জানানো হয়, পাকিস্তান সুপার লিগে খেলা ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে যা অর্থ পাবে তার সাথে এই আট লাখ ২০ হাজার টাকার কোনো সম্পর্ক নেই। এই অর্থের পুরোটাই বহন করবে পিসিবি।
বিডিপ্রতিদিন/ ২ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান