ভারতীয় ক্রিকেটের নতুন তারকা তিনি। হার্দিক পাণ্ডেতে মজেছেন বিরাট কোহলি থেকে শুরু করে রবি শাস্ত্রী পর্যন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। ব্যাটে ও বলে নিয়মিত ধারাবাহিকতা দেখাচ্ছেন। থাকছেন খবরের শিরোনামেও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন পাণ্ডে। যেখানে তার পাশে ছিল একটি নারী। আর তাতেই পড়ে যায় শোরগোল। সবাই সেই নারীকে হার্দিকের বান্ধবী বলেই মনে করেছিল। কিন্তু ভুল ভাঙল হার্দিকের একটি টুইটে। যেখানে তিনি বলে দিয়েছেন, ‘যাবতীয় রহস্যের সমাধান। আমার পাশে রয়েছে বোন।’
যদিও এর আগে একাধিক মেয়ের সঙ্গে জড়িয়েছে হার্দিকের নাম। সম্প্রতি পরিণীতি চোপড়ার সঙ্গেও তার নাম জড়িয়েছিল। যদিও সেই গুজবে পানি ঢেলে দেন হার্দিক নিজেই।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর