নিজেদের সেই প্রভাব আর দেখা যাচ্ছে না স্টিভ স্মিথদের মধ্যে। শরীরী ভাষাতেও নেই আগের সেই আগ্রাসন। এমনকি এই দলই দুর্বলতম অস্ট্রেলিয়া দল কিনা সে প্রশ্নও উঠে গেছে। অথচ এই বছরের শুরুতেই টেস্ট সিরিজে এই অজিদের সঙ্গেই কথার লড়াই হয়েছিল বিরাটের।
সেই অস্ট্রেলিয়া কিন্তু এবার স্লেজিংও করছে না। অন্তত একদিনের সিরিজে তো কথার লড়াই হয়নি দুই দলের ক্রিকেটারদের মধ্যে। ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করেন, আগামী বছর আইপিএলে ভাল দাম পাওয়ার জন্যই অসি ক্রিকেটাররা চুপচাপ রয়েছেন।
শেবাগের কথায়, ‘আগামী বছর আইপিএল নিলাম হবে। তাই স্লেজিংয়ের রাস্তা থেকে সরে এসেছে অজিরা। ওরা জানে স্লেজিং করলে ভারতীয় ফ্রাঞ্চাইজিরা বেশি দামে ওদের কিনবে না। নিলামে দর কম উঠবে।’
শেহবাগ অবশ্য মনে করেন, এই অস্ট্রেলিয়া বড্ড বেশি স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চ নির্ভর। দলগত পারফরম্যান্স করতে না পারলে ভারতকে হারানো যে অসম্ভব তাও স্মিথদের মনে করিয়ে দিয়েছেন শেবাগ। তিনি বলেন, ‘এই অস্ট্রেলিয়া ভয়ানক চাপের মধ্যে রয়েছে। সেরা ক্রিকেটারের অভাব রয়েছে। দলটা তো স্মিথ, ওয়ার্নার এবং ফিঞ্চের উপর নির্ভরশীল।’
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর