ডাকওয়ার্থ লুইস নিয়মটা কিছুতেই মাথায় ঢুকছে না বিরাট কোহলির। রাঁচিতে শনিবার প্রথম টি-২০ ম্যাচে যখন বৃষ্টি নামল। ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়ার রান তখন ৮ উইকেট হারিয়ে ১১৮। বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ বন্ধ ছিল খেলা। এরপর অস্ট্রেলিয়ার আর ব্যাট করা হয়নি।
বৃষ্টি থামার পর খেলা যখন শুরু হয়, ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের জয়ের জন্য দরকার ৬ ওভারে ৪৮। যা ১ উইকেট হারিয়েই তুলে নেয় ভারত। ম্যাচ জিততে অসুবিধা না হলেও একটা প্রশ্ন তুলে দিয়েছেন বিরাট। অস্ট্রেলিয়াকে ১১৮ রানে আটকে রাখার পর বিরাট ভেবেছিলেন, হয়ত ৪০ এর কাছাকাছি রান তুলতে হবে ৬ ওভারে। কিন্তু লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৪৮।
সাংবাদিক সম্মেলনে এসে বিরাট জানিয়ে দেন, ‘ডাকওয়ার্থ লুইস নিয়মটা সত্যিই বোঝা কঠিন। বড় অদ্ভুত নিয়ম। বিপক্ষকে ১১৮ রানে থামিয়ে দেওয়ার পর মনে হয়েছিল ৪০ এর কাছাকাছি রান তুলতে হবে দলকে। কিন্তু লক্ষ্য গিয়ে দাঁড়াল ৪৮। এটা একটু অস্বাভাবিক লেগেছে।’
এর বাইরে কোহলির মুখে শুধু বোলারদের প্রসংসা। তিনি বলেন, ‘ভুবি–বুমরা দারুণ বল করেছে। একই কথা প্রযোজ্য কুলদীপ, চাহালের ক্ষেত্রেও। সঠিক জায়গায় বল ফেলেছে। গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিয়েছে।’
বিডি-প্রতিদিন/ ৮ অক্টোবর, ২০১৭/ তাফসীর