ডান পায়ের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। এমনকি দুবাইয়ে চলমান টেস্টেও বোলিং করতে পারবেন না তিনি।
রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রসঙ্গত, দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে নিজের ২০তম ওভারের তৃতীয় ডেলিভারির পরই পায়ে ব্যাথা অনুভব করে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। তবে ব্যাটিংয়ে নেমেছেন তিনি।
আগামী ১৩ অক্টোবর থেকে দুবাইয়ে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৭/মাহবুব