মালয়েশিয়াকে ৬-২ চূর্ণ করে এশিয়া কাপ হকির শীর্ষে চারে উঠে এসেছে ভারত। দু'টি গেম থেকে ভারতের পয়েন্ট এখন ৪। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রমনদীপরা।
এদিন ম্যাচের একদম ফাইনাল কোয়ার্টারে পৌঁছে মালয়েশিয়া জেগে উঠলেও, ততক্ষণে ৫ গোল হজম করে ম্যাচে তাদের হাতের বাইরে বেরিয়ে যায়। মালয়েশিয়া যে দু'টি গোল করে, সেই দুটিই এসেছে ফাইনাল কোয়ার্টারে। ম্যাচ শেষ হওয়ার আগের ফাইনাল মিনিটে আরও একটি গোল হওয়ায় ভারতের স্কোর দাঁড়ায় ৬-২।
ফাইনাল কোয়ার্টার বাদ দিলে গোটা ম্যাচে দাপিয়ে খেলেছেন ভারতীয় খেলোয়াড়রা। হিরো অফ দ্য ম্যাচ হয়েছেন গুর্জন্ত সিং।
চলতি এই টুর্নামেন্টের প্রথম থেকেই ভালো খেলছেন রমনদীপরা। গ্রুপ পর্যায়ে অপারেজয় থেকে তারা পরবর্তী রাউন্ডে উঠেছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জিততে না-পারলেও ভারত ড্র করে।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/আরাফাত