পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন ফের প্রশ্নবিদ্ধ। গত তিন বছরে এ নিয়ে তিন বার তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।
২০১৪ সালের নভেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে প্রশ্নবিদ্ধ হয় হাফিজের বোলিং অ্যাকশন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অবৈধ বোলিং দেখে আম্পায়াররা রিপোর্ট করায় দিতে হয় অ্যাকশনের পরীক্ষা। তাতে অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন বোলিংয়ে।
২০১৫ সালের এপ্রিলে নিজেকে শুধরে আবারও অ্যাকশনের পরীক্ষা দেন। দুই মাস পরই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে আবারও প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং। বোলিং অ্যাকশন প্রমাণিত হয় অবৈধ। এক বছরের মধ্যে দু’বার অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় ১২ মাসে নিষেধাজ্ঞা পান। প্রায় ১৬ মাস পর আবারও বোলিংয়ের অনুমতি পান অ্যাকশন শুধরানো হাফিজ। শ্রীলংঙ্কা সিরিজে ফের প্রশ্নবিদ্ধ হলেন তিনি।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৭/ফারজানা