স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানার সার্জারি করা হবে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
গত রবিবার রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শরীরের ২৫ শতাংশ পুড়ে যায় সাদিয়ার। আক্রান্ত হয় শ্বাসনালিও।তার ভাই সৈয়দ রাজ্জাক জানান, আগামীকাল সোমবার তার সার্জারি করা হবে।
উল্লেখ্য, ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন সৈয়দা সাদিয়া সুলতানা। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে সোনা জিতেছিলেন তিনি শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়ে। তার আগে ওই বছরই এসএ গেমসেও সোনা জিতেছিলেন তিনি একই ইভেন্টে। এরপর ২০১৩ সালে সবশেষ ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে।
বিডি প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/ফারজানা