বিশ্ব ফুটবলের এমন কিছু ঘটনা, যা চিরকাল অমর হয়ে থাকবে ফুটবল সার্কিটে।এক ঝলকে দেখে নিন সেই সব চিত্র-
১. ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে অনন্য জায়গা করে নিয়েছে।
২. মার্কো মাতেরাজ্জিকে মারা জিদানের এই ঢুঁসোকেই ফ্রান্সের ২০০৬ বিশ্বকাপ হারার অন্যতম কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ঢুঁসো মারার পরই লাল কার্ড দেখে বিশ্বকাপের ফাইনালে মাঠ ছাড়তে হয় জিদানকে।
৩. ২০১৪ ফুটবল বিশ্বকাপে ভ্যান পার্সির হাওয়ায় ভেসে হেডে করা এই গোল তাঁকে ফ্লায়িং ডাচম্যানের আখ্যা দিয়েছিল। স্পেন যদিও ম্যাচটি জিতেছিল ৫-১ গোলে।
৪. বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোল এটি। ইংল্যান্ডের বিপক্ষে ২৭ গজ দূর থেকে বাইসাইকেল কিকে গোলটি করেছিলেন ইব্রাহিমোভিচ।
৫. কিংবদন্তি এই কলোম্বিয়ান গোলরক্ষকের স্কর্পিয়ান কিক করে গোল সেভ এখনও মুগ্ধ করে দেয় ফুটবল সার্কিটকে।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান