রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে সুযোগ পাওয়া দলগুলো। তারই ধারবাহিকতায় ইউরোপের শক্তিশালী দেশ স্পেন ঘরের মাঠে আতিথিয়েতা জানায় কোস্টারিকাকে। তবে ম্যাচে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি স্বাগতিকরা। কোস্টারিকাকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লা রোজারা।
এদিন ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আলবা। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। চেলসির এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই গোল (৫টি) করেছেন।
বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা সিলভা। তিনি এদিন জাতীয় দলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোল দাতা হলেন। বর্তমানে তার গোল সংখ্যা ৩৫। ৫৯ গোল করে শীর্ষে আছেন ডেভিড ভিয়া।
আর খেলার শেষ গোলটা করেন অভিজ্ঞ মিডফিল্ডার ইনিয়েস্তা। ৭৩ মিনিটে তার গোলে বড় জয় নিশ্চিত করে স্পেন।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ