সুনীল ছেত্রী থেকে মহেশ ভূপতি, আমির খান থেকে সাইনা নেহওয়াল। প্রথমবারের জন্য আয়োজিত ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের অনুষ্ঠানে ছিল দবাই। আর নামী-দামী তারকার মধ্যে আলাদা করে যিনি নজর কাড়লেন তিনি অবশ্যই বিরাট কোহলি। বান্ধবী আনুশকা শর্মার হাত ধরে অনুষ্ঠানে উপস্থিত হতেই ক্যামেরার লেন্স ঘুরে গেল তাদের দিকেই।
নিজেদের প্রেম কাহিনি আর লুকিয়ে রাখেন না তারা। তাই এদিনও তারাই ছিলেন ফোকাসে। তবে বিরাটের মুখে চওড়া হাসির আরও একটি কারণ ছিল। তার এবং সঞ্জীব গোয়েঙ্কার উদ্যোগেই প্রথমবার ক্রীড়াবিদদের জন্য এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নক্ষত্রদের উপস্থিতিতে যা উজ্জ্বল হয়ে উঠেছিল। মূলত বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের তারকাদের এক ছাদের নিচে আনাই ছিল এর উদ্দেশ্য। যাতে প্রথমবারই সফল ক্যাপ্টেন কোহলি।
খেলার দুনিয়ার তারকাদের মেলায় হাজির ছিলেন বলিউডের সুপারস্টার আমির খান, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালিয়ারাও। তবে ভারতের সেরা ক্রীড়াবিদদের একত্রিত করতে পারায় আপ্লুত কোহলি। তবে তার জীবনে আনুশকার উপস্থিতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এসবের মাঝেও নিজের ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি পালটে সে কথাই বুঝিয়ে দিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর