মাথায় বন্দুক ঠেকিয়ে ব্রাজিলে ডাকাতরা লুঠপাট চালালো ফর্মুনা ওয়ান মার্সিডিজ দলের ওপর। এমনই অভিযোগ করেছেন ফর্মুলা ওয়ান রেসার লিউইস হ্যামিলটন। ব্রাজিলিয়ান গ্রাপ্রি'র ঠিক আগে এই ঘটনায় পুরো দলটাই আতঙ্কিত।
হ্যামিলটন টুইটারে অভিযোগ করেন, শুধু বন্দুক ঠেকানোই নয়, গুলিও চালিয়েছিল ডাকাতরা। যদিও তা কারও লাগে নাই। অনুরাগীদের তার দলের সদস্যদের জন্য প্রার্থনার আবেদন জানিয়েছেন হ্যামিলটন।
মার্সিডিজের তরফে জানানো হয়েছে শুক্রবার সাও পাওলোয় দলের ওপর চড়াও হয় ডাকাতরা। যদিও শুধু দামি জিনিসপত্রই চুরি গেছে। কেউ জখম হননি। যদিও সাও পাওলো পুলিস জানিয়েছে তারা এব্যাপারে কোনও অভিযোগ পায়নি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর