আগামী বছর অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
রবিবার পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে তামিম টেনে নেয় তার পুরনো ক্লাব পেশোয়ার জালমি। এবং মুস্তাফিজকে নিয়েছে তার গত আসরের দল লাহোর কালান্দার্স। যদি কাগজে-কলমে থাকলেও পিএসএল খেলতে যাননি কাটার মাস্টার।
এদিকে, সাকিব আল হাসানকে পূর্বের ক্লাব ধরে রাখায় নিলামে তোলা হয়নি বিশ্ব সেরা অলরাউন্ডারকে।
পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরির খেলোয়াড়ের মূল্য এক লাখ ৪০ হাজার ডলার থেকে ২ লাখ ডলার পর্যন্ত। এরপর ডায়মন্ড ক্যাটাগরি। যেখানে তামিম-মুস্তাফিজদের সর্বনিম্ন মূল্য নির্ধারিত ৭০ হাজার ডলার।
সূত্র : ইসপিএন ক্রিকইনফো।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব