পঞ্চমবারের মতো বিশ্বকাপের টিকিট পেল আফ্রিকার দেশ তিউনিসিয়া। রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে লিবিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে জেসমিন বিপ্লবের দেশটি।
স্থানীয় সময় শনিবার ঘরের মাঠে লিবিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তিউনিসরা।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপের লড়াই শেষে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয় তিউনিসিয়া। শনিবার একই সময় দিনের অপর ম্যাচে গিনিকে ৩-১ গোলে পরাজিত করলেও এক পয়েন্ট পিছিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
বাছাইপর্বের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্রয়ের ফলে বিশ্বকাপের টিকিট পেতে শেষ ম্যাচে এক পয়েন্ট দরকার ছিল তিউনিসিয়ার। লিবিয়াকে রুখে দিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে জায়গা করে নিল আফ্রিকান দলটি।
এরআগে চারবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে তিউনিসিয়া। ১৯৭৮ সালে আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জয় পাওয়ার রেকর্ড গড়ে তিউনিসিয়া। এরপর ১৯৮৯, ২০০২ ও ২০০৬ সালে বিশ্বকাপ খেলেছে তারা।লিবিয়ার গোলরক্ষক মোহামেদ নাসনুশ দুর্দান্ত কয়েকটি সেভ না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো তিউনিসরা।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান