কুমিল্লার বিপক্ষে রীতিমতো চুপসে গেল রাজশাহী কিংসের ব্যাটিং লাইন আপ। মাত্র ১১৫ রান তুলতে সক্ষম হয়েছে মুশফিকরা। রাজশাহীর হয়ে ল্যান্ডে সিমন্স ছাড়া কেউই বড় স্কোর করতে পারেন নি। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মুমিনুল আজ শুরুতেই সাজ ঘরে ফিরেছেন, একই পথে হেটেছেন রনি তালুকদারও। ক্ষণিক আশা জাগিয়েও স্বরুপে জ্বলে উঠতে পারেননি মুশফিক। আলো ছড়ায়নি মিরাজের ব্যাটও। শেষদিকে কিছুটা লড়াই করেছেন একমাত্র ফরহাদ রেজা (২৫)। আর তাই নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ১১৫ রান। বলতে হবে কুমিল্লাকে মামুলি টার্গেটই দিয়েছে রাজশাহী।
এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১ রান সংগ্রহ করেছে কুমিল্লা।
অন্যদিকে এর আগে বেলা ১টায় অনুষ্ঠিত ১১তম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে খুলনা টাইটান্স।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান