রাশিয়ায় বিশ্বকাপ শুরুর আগে শনিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও রাশিয়া। ওই ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরার শেষ মুহূর্তে গোলে জয় পেয়েছে মেসিরা। আর এ গোলের সুবাদেই সর্বকালের সেরা আর্জেন্টাই ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন তারই সাবেক মেয়ের জামাই অ্যাগুয়েরা।দেশের জার্সিতে গোলসংখ্যায় ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন আগুয়েরো।
আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ম্যারাডোনা। অন্যদিকে ৮৩ ম্যাচ খেলে আকাশী-নীল জার্সিতে আগুয়েরোর গোলসংখ্যা ৩৫। আর্জেন্টিনা সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোল করা হার্নান ক্রেসপোকে (৬৪ ম্যাচে ৩৫ গোল) স্পর্শ করেছেন আগুয়েরো।
আগুয়েরোর চেয়ে এগিয়ে রয়েছেন কেবল লিওনেল মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা। রেকর্ড সর্বোচ্চ ৬১ গোল নিয়ে চূড়ায় রয়েছেন মেসি। অন্যদিকে বাতিস্তুতা আর্জেন্টিনার জার্সিতে করেছেন ৫৪ গোল।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান