শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের কোচের নাম সুব্রত বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ বন্ধু শচীনের অনুরোধেই তিনি অর্জুনকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শচীন কিংবদন্তি ব্যাটসম্যান হলেও অর্জুন বাঁহাতি পেসার। পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী হওয়ার দক্ষতা রয়েছে। প্রায় চার বছর অর্জুনের ব্যক্তিগত কোচ হিসাবে কাজ করেছিলেন সুব্রত। অর্জুনের বোলিংকে ঘষামাজা করে আরও ধারাল করে তোলেন সুব্রতই।
সম্প্রতি বিদর্ভ ক্রিকেট সংস্থার ডাকে উমেশ যাদবদের বোলিং কোচ এবং টিম ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন। যদিও তাতে অর্জুনের কোচিংয়ে ছেদ পড়েনি। কীভাবে?
এ ব্যাপারে তিনি বললেন, অর্জুন এখন মুম্বাইয়ের অনূর্ধ্ব ১৯ দলে রয়েছে। আমি আগে দীর্ঘদিন নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থার অ্যাকাডেমির দায়িত্বে ছিলাম। এবার যখন ওরা ডাকল, নাকচ করা সম্ভব ছিল না। শচীনের সঙ্গে কথা বলেই নতুন দায়িত্ব নিয়েছি।
কিন্তু অর্জুনকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব থেকে পুরোপুরি সরে আসেননি সুব্রত। ‘‘আমার কাছে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে অর্জুন। আমার কোচিং পদ্ধতির সঙ্গে এতটাই একাত্ম হয়ে পড়েছে যে, এখনো বোলিং নিয়ে আমার পরামর্শ মেনে চলে। মাঝে-মধ্যেই বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে টিপ্স চায়। ওকে কোচিং করানোর জন্য তাই আপাতত প্রযুক্তির সাহায্য নিচ্ছি’’।
কী ভাবে?
সুব্রত বলছেন, ‘‘অর্জুন নেটে বোলিং করার সময় ভিডিও তুলে রাখা হয়। এ ব্যাপারে মুম্বাইয়ের অনূর্ধ্ব ১৯ দলের ভিডিও অ্যানালিস্ট সাহায্য করে। পাশাপাশি একজন পেশাদারও নিয়োগ করা হয়েছে। সেই ভিডিও আমাকে পাঠিয়ে দেওয়া হয়। আমি যেখানেই থাকি না কেন, ল্যাপটপে অর্জুনের বোলিংয়ের ভিডিও খুঁটিয়ে দেখি। তারপর ফোন করেও ভিডিও চ্যাটে বুঝিয়ে দিই, কী করা উচিত বা কোনো ভুল হচ্ছে কি না। বাধ্য ছাত্রের মতো সব কথা মন দিয়ে শোনে অর্জুন।’’ সূত্র: এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার