হঠাৎ করে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের পদত্যাগে বিস্মিত সবাই। অবাক হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। লঙ্কান এই কোচের সিদ্ধান্তে আশ্চর্য হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট সংস্করণের অধিনায়ক মুশফিকুর রহীমও।
এ ব্যাপারে মুশফিক বলেন, ‘সিদ্ধান্ত কি হয়েছে, এখনও বলতে পারছি না। আর সবার মত আমিও বিস্মিত। কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম, এক সঙ্গে কাজ করেছি। জানি না কি কারণে হয়েছে। তবে সেটার দায়িত্বে বিসিবি আছে।
সব ঠিকঠাক হয়ে গেলে ভালো। না হলে সেটা বিসিবি ও কোচের ব্যাপার। যেটাই হবে, আশা করি, আল্লাহ যা করবেন, ভালোর জন্যই করবেন।’
এদিকে গুঞ্জন উঠেছে কিছু ক্রিকেটারদের উপর অভিমান করেই পদত্যাগ করেছেন হাথুরুসিংহে। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘উনি যদি মনে করেন কোনো সুনির্দিষ্ট ক্রিকেটার বা দলের কারও ওপর খুশি নন, তাহলে সেটা আলাদা ব্যাপার। সত্যি বলতে আমরা জানি না উনি কেন এটা করেছেন। উনি নিজেও কোনো বিবৃতি দেননি কারণ জানিয়ে। উনি না আসা পর্যন্ত আমাদের কাছেও পরিস্কার নয়, আপনাদের কাছেও নয়। উনি আসলে বোর্ডের সঙ্গে বসে যেটা ঠিক করবেন, সেটাই হয়তো হবে।’
তবে এর খুব দ্রুতই এর সমাধান চান মুশফিক, ‘যতো তাড়াতাড়ি সমাধান হয়, ততো ভালো। বিপিএলের পর খুব দ্রুতই আমাদের সিরিজ আছে। যেটাই হোক, যেন খুব তাড়াতাড়ি মীমাংসা হয়।’
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ