সম্প্রতি অজিত আগরকার ও ভিভিএস লক্ষ্ণণ ধোনির টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন। যা ভারতীয় ক্রিকেটে বিতর্কের ঝড় তুলেছে। এবার সেই বিতর্কে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রাক্তন এই ভারত অধিনায়ক বলেন, ‘ধোনির টি-টোয়েন্টির রেকর্ড ওয়ান ডে-র মতো ভালো নয়। আমার মনে হয়, কোহলি ও টিম ম্যানেজমেন্টের উচিত এ ব্যাপারে ধোনির সঙ্গে আলাদা করে কথা বলা। ওর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। যদি টি-টোয়েন্টি ফর্ম্যাটে একটু অন্যভাবে খেলে, তাহলে সফল হবে।’
গত সপ্তাহে রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৯৭ রান তাড়া করতে নামে ভারত। ৯৭ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে বিরাটের সঙ্গী হন ধোনি। কিন্তু ম্যাচটি হারে টিম ইন্ডিয়া৷
তবে ধোনির ওয়ানডে পারফরমেন্স নিয়ে প্রাক্তন এ ভারত অধিনায়ক বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে ধোনি এখনও দারুণ। এই ফরমেট ওর খেল যাওয়া উচিত। কিন্তু টি-টোয়েন্টি ফরমেটে খেলা চালিয়ে যেতে হলে ওকে ভিন্ন কিছু ভাবতে হবে। নির্বাচকরা ঠিক করবে এই ফরমেটে ধোনির কী রোল হবে!’
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ