এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২৬২ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ তৌহিদ হৃদয়ের (১২০) সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩৩৫ রান করেন টাইগার যুবারা। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ২৬২ রানের বড় ব্যবধানে পরাজিত হয় মালয়েশিয়া।
এর আগে, হৃদয় ১২০ রান করতে সমান সংখ্যক বল মোকাবিলা করেন। চারের মার ছিল সাতটি, ছয় চারটি। ম্যাচে বড় স্কোর গড়তে হৃদয়ের পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন অধিনায়ক সাইফ হাসান। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে আমিনুল ইসলাম ১৭ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
মালয়েশিয়ার মোহাম্মদ হাফিজ ৯ ওভারে ৭৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। এছাড়া সৈয়দ আজিজ দুই উইকেট নিতে খরচ করেন ৯৬।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম