লেগ স্পিনারদের সাফল্যের রহস্য ভেদ করতে চাইলে অনেকেই অনেক যুক্তি দেখাবেন। কিন্তু লেগ স্পিনারের ওপরে ক্যাপ্টেনের ভরসা যে এই সাফল্যের অন্যতম সূত্র, একথা কেউই অস্বীকার করতে পারবেন না। ভারতের বর্তমান সময়ের তারকা যজুবেন্দ্র চাহালও ব্যতিক্রম নন।
নিজের সাফল্যের জন্য অধিনায়ক বিরাট কোহলিকেই কৃতিত্ব দিলেন চাহাল। তিনি জানান, ‘বিরাট ভাই সব সময় বলে, তুমি যদি রান বেশিও দিয়ে ফেলো, ক্ষতি নেই। কিন্তু মিডল ওভারে দুটো উইকেট তুলে নিতে পারলেই চলবে। টি-২০তেও ৪ ওভারে ৩৫ রান দিয়ে দুই বা তিনটে উইকেট নিতে পারলেই বিরাট ভাই খুশি। ’
শুধু বিরাট কোহলি নন, ধোনির প্রশংসাও করেছেন যজুবেন্দ্র চাহাল। তিনি বলেন, ‘মাঠের পরিস্থিতিটা ধোনি ভাই দুর্দান্ত বোঝে। তাই কীভাবে পরিকল্পনা সাজানো উচিত, সেটা তিনি বুঝিয়ে দেয়। অফ স্টাম্পের বাইরের বলে বৈচিত্র্য থাকে। আমার শক্তি হল, নির্দিষ্ট জায়গায় বলটা রাখা। ক্রমাগত একই জায়গায় হিট করে যাওয়া। আমি যখন একটু মন্থর বল করি, তখন খুব বেশি টার্ন থাকে না। ওই ধরনের মুহূর্তে লক্ষ্য করেছি, ব্যাটসম্যামনরা ধন্দে পড়ে যায়।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর