আগামী রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে চান করিম বেনজিমা। কিন্তু আদৌ খেলতে পারবেন কিনা তাই নিয়ে প্রবল দুশ্চিন্তায় আছেন তিনি। কারণ বেনজিমা মনে করছেন, দিদিয়ের দেশঁ যদি ফ্রান্সের জাতীয় দলের কোচ থাকেন, তাহলে বিশ্বকাপে তার খেলাই হবে না।
ফ্রান্সের হয়ে ২৭ গোল করা বেনজিমা শেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০১৫ সালে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়েল মাদ্রিদের তারকা স্ট্রাইকার বেনজিমা বলেছেন, "ফ্রান্সের হয়ে আবার খেলব, অবশ্যই এই বিশ্বাস আছে। বিশ্বকাপে খেলতে চাই।"
এরপরেই বেনজিমার সংযোজন, "দেশের হয়ে কিছু জিততে চাই। কিন্তু দেখতে দেখতে আড়াই বছর হয়ে গেল। যতদিন দিদিয়ের দেশঁ কোচ থাকবেন, ফ্রান্সের জাতীয় দলে আমার ফেরার কোনও সুযোগই নেই।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর