বর্তমানে ভারতের স্পিন আক্রমণের অন্যতম ভরসা কুলদীপ যাদব। যুজবেন্দ্র চাহালের সঙ্গে জুটি বেঁধে মাত্র ২২ বছর বয়সেই বিপক্ষ দলের ত্রাস হয়ে গিয়েছেন এই চায়নাম্যান বোলার।
কিন্তু এই সদা হাস্যময় এই ক্রিকেটারই এক বার সুযোগ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কুলদীপের বয়স তখন মাত্র ১৩ বছর। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ সে কথাই জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেতে প্রচুর পরিশ্রম করেছিলাম। যখন দেখলাম আমাকে নেওয়া হয়নি, হতাশায় আত্মহত্যার কথাও ভেবেছি। রাগের মাথায় সকলেরই এমন অনুভূতি হয়।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর