হঠাৎ করে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের পদত্যাগে বিস্মিত সবাই। অবাক হয়েছেন টাইগার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকর্মী হিসেবে নান্নু এবং হাথুরুসিংহে লম্বা একটি সময় পার করেছেন। হাথুরু’র অধীনে টাইগারদের দুর্দান্ত সাফল্যও তিনি খুব কাছে থেকেই দেখেছেন তিনি।
তাই আচানক হেড কোচের পদ থেকে হাথুরুসিংহে সরে যাওয়ায় প্রায় চার বছরের এই সহকর্মীকে আগামী দিনগুলোতে মিস করবেন বলে জানিয়েছেন নান্নু।
এ ব্যাপারে সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে তিনি বলেন, ‘অবশ্যই তাকে মিস করবো। ওর সময়ে আমাদের ভালো দিন গেছে। সুতরাং তাকে তো মিস করবোই।’
এসময় নান্নু কথা বলেন বিপিএলের চলতি আসরে ৫ বিদেশি প্লেয়ার খেলানোর প্রসঙ্গেও। ‘যেহেতু সব দলেরই সম্মুখভাগে বিদেশিরা খেলছে, সেহেতু দেশি খেলোয়াড়দের জন্য পারফর্ম করা কষ্টকর। তাদের খুব পরিশ্রম করতে হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ