করিম বেনজেমা।ফরাসি এ স্ট্রাইকারের সময়টা ভালো যাচ্ছে না রিয়ালে।বেশ কিছুদিন হল গোলখরায় ভুগছেন তিনি।দলের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও চলছে গোলখরা।
সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের গোলহীনতা, সতীর্থ রোনালদোর স্বার্থপরতাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন বেনজেমা। তার মতে, মাঠে তার চেয়ে রোনালদো বেশি স্বার্থপর। তবে সেটি দলের পক্ষেই কাজ করে। এমনিতে দুজনের মধ্যে কোন সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি।
বেনজেমা বলেন, ‘ রোনালদো আমার চেয়ে বেশি স্বার্থপর। কিন্তু এটা স্বাভাবিক। আমরা এক সঙ্গে ভালো খেলি। তার সঙ্গে খেলাটা আমি উপভোগ করি। শেষ পর্যন্ত তার স্বার্থপরতা আমাকে কোন সমস্যায় ফেলে না। এটা দলের জন্য ভালো।’
মাঠে বাজে সময় যাচ্ছে বেনজেমার। তারওপর তাকে নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক বেশি। এমনকি ঘরের মাঠেও দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে বেনজেমাকে। এ বিষয়ে জানতে চাইলে বেনজেমা বলেন, ‘এটা খুব কঠিন। বিশেষ করে, স্পেনের দর্শকদের এই বিষয়টা আমি বুঝতে পারি না। সমর্থকরা আপনাকে উৎসাহ দেয়ার বদলে সমালোচনা করে, এটা খুবই কষ্টদায়ক।’
বিডিপ্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ই জাহান