টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১২ ওভার শেষে খুলনা টাইটানসের সংগ্রহ মাত্র ৭১ রান। অধিনায়ক সাকিব আল হাসানের ঘূর্ণিতে দলীয় ২২ রানেই আবু হায়দারের তালুবন্দি হয়েছেন মাইকেল ক্লিঙ্গার (১০)। ৭ রানের ব্যবধানে খুলনার দূর্গে দ্বিতীয় আঘাত হানেন রনি-সাকিব জুটি।
এবার আবু হায়দার রনির বলে উইকেটকিপার ব্যাটসম্যান ধীমান ঘোষের (২) ক্যাচ নেন সাকিব আল হাসান। ২৪ রান করে সাজঘরে ফিরেন শান্ত। ১০ বল খেলে ১৪ রান করে শহীদ আফ্রিদির বলে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ।
এখন পর্যন্ত ৩ ম্যাচে ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ঢাকা ডায়নামাইটস। একই সংখ্যক ম্যাচ খেলে একই সংখ্যক জয় পাওয়া রানরেটে পিছিয়ে থাকায় চার নম্বরে অবস্থান করছে খুলনা ।
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৭/ফারজানা