বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক নতুন কোনও ব্যাপার নয়। বলিউড অভিনেত্রীদের প্রেমে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। এমন ঘটনা আগেও ঘটেছে। রিনা রায়কে বিয়ে করেছিলেন মহসিন খান। যদিও সেই সম্পর্ক টেকেনি।
সব ঠিকঠাক চললে বলিউড আরেক অভিনেত্রী সোনালি বেন্দ্রেও হয়তো চলে যেতেন পাকিস্তানে। বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে সোনালি অন্যতম। সোনালির সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার।
আর এমন বিস্ফোরক স্বীকারোক্তি স্বয়ং শোয়েব আখতারের নিজের। পাকিস্তানের এই সাবেক পেসারের গতিতে বহু বাঘা বাঘা ব্যাটসম্যানের উইকেট উড়ে গিয়েছিল। কিন্তু সোনালি বেন্দ্রের সৌন্দর্যে পাকিস্তানের এই গতি দানবেরপেসারের উইকেটই পড়ে গিয়েছিল। ২০০৪ সালে ভারত-পাকিস্তান সফরের সময়ে শোয়েবের সঙ্গে পরিচয় হয় সোনালির। সোনালিকে দেখেই শোয়েবের হৃদয়ে ঝড় উঠেছিল।
সোনালি বেন্দ্রের প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিলেন শোয়েব যে তিনি বলে ফেলেছিলেন, ‘‘সোনালিকে না পেলে ওকে অপহরণ করবো।’’
শেষপর্যন্ত অবশ্য সোনালি অপহৃত হননি। বলিউডের সুন্দরী নায়িকাকেও শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা যায়নি। ব্যবসায়ী গোল্ডি বহলকে বিয়ে করেছিলেন সোনালি। শোয়েব আখতারও ২০১৪ সালে বিয়ে করেন রুবাব খানকে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/তাফসীর