ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সাময়িক বিশ্রামে যাওয়ার পর থেকেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। বড় কোনও 'অঘটন' না-ঘটলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করছেন কোহলি।
তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশে নয়, ডেস্টিনেশন ওয়েডিং সারতে বিদেশে যাচ্ছেন বিরাট-অানুশকা। বিয়ে সেরে নববধূকে নিয়ে দেশে ফিরবেন কোহলি। যদিও নিজেদের বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেননি ক্রিকেট সেনসেশন বিরাট এবং বলিউড ডিভা অানুশকা শর্মা। এমনকি দেরাদুনে 'বাগদান অনুষ্ঠান'-এর কথাও অস্বীকার করা হয়েছে অানুশকার পক্ষ থেকে।
তবে সূত্র বলছে, খুব সম্ভবত ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন বিরাট কোহলি এবং অানুশকা শর্মা। তাদের দাবি পাপারাৎজির উৎপাত এড়াতেই না কি দেশ ছেড়ে বিয়ের জন্য বিদেশ পাড়ি দিচ্ছে তারা। আর বিয়ের গন্তব্য হতে পারে ইতালি বা ফ্রান্স।
বিডিপ্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান