স্টোক সিটির মাঠে মোহামেদ সালাহর জোড়া গোলে সহজ জয় পেয়েছে লিভারপুল। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
খেলার ১৭তম মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ইংলিশ ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কির পাস ধরে সেনেগালের ফরোয়ার্ড মানের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। ৭৭ ও ৮৩তম মিনিটে গোল দুটি করে জয় নিশ্চিত করেন দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহ।
এ নিয়ে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে শেষ নয় ম্যাচে ১১টি গোল করলেন সালাহ। আর লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল মিশরের এই ফরোয়ার্ডের। দুই গোল কম করে তালিকায় দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।
১৪ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লিভারপুল।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম