বিশ্বের সবচেয়ে বড় দেশটিতে আগামী বছর ১৪ জুলাই বসবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। ৩২টি দেশ অংশ নিবে এবার। বাংলাদেশ সময় রাত ৯টায় ৩২ দেশের রাশিয়া বিশ্বকাপ-২০১৮ সালের চূড়ান্ত গ্রুপিং অনুষ্ঠিত হবে আজ।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও আর্জেন্টিনার গ্রুপে পড়বে কোন দল, এ নিয়ে তুমুল আলোচনা ফুটবলপ্রেমীদের মধ্যে। অস্থির চিত্তে সবাই অপেক্ষায় গ্রুপিংয়ের।
মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় অনুষ্ঠিত হবে এই ড্র অনুষ্ঠান। এই উত্তেজনাপূর্ণ ড্র অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন সনি টেন ২ চ্যানেলটিতে।
ড্রতে নিশ্চিত হবে বিশ্বকাপের ডেথ গ্রুপ কোনটি। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির গ্রুপে খেলবে কোন কোন দল। ৩২ দলের চারটি পট এমনভাবে সেজেছে, তাতে অনেকগুলো ডেথ গ্রুপের দেখা মিলতে পারে। স্বাগতিক রাশিয়াসহ ৩২ দলকে আলাদা চারটি পাত্রে রাখা হবে। ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপের স্বাগতিক দলসহ শীর্ষ ৮ দল থাকবে পট-১-এ। পরবর্তী ৮ দল থাকবে পট-২-এ। পট-৩-এ থাকবে তার পরের ৮ দল এবং শেষ পটে থাকবে সর্বনিম্ন ৮ দল। তবে একই অঞ্চল থেকে এক পটে দুটি দল থাকতে পারবে না। মানে হচ্ছে, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা একই গ্রুপে থাকতে পারবে না। অবশ্য ইউরোপিয়ান অঞ্চল থেকে একাধিক দল থাকবে। এক একটি গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে।
পট-১-এ থাকা ৮ দলের মধ্যে রাশিয়া স্বাগতিক, জার্মানি চারবারের চ্যাম্পিয়ন, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। পর্তুগাল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন. আর্জেন্টিনা দুবারের বিশ্বচ্যাম্পিয়ন. ফ্রান্স একবারের বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়া বেলজিয়াম ও পোল্যান্ড রয়েছে। পট-২-এ থাকা দলগুলোর মধ্যে স্পেন ও ইংল্যান্ড একবারের বিশ্বচ্যাম্পিয়ন, উরুগুয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ক্রোয়েশিয়া, মেক্সিকো, কলম্বিয়া, সুইজারল্যান্ড, পেরু পরিচিত মুখ। পট-৩-এ থাকা ডেনমার্ক, কোস্টারিকা, সুইডেন, তিউনেশিয়া, মিসর, সেনেগাল ও ইরান পরিচিত মুখ। আইসল্যান্ড এই প্রথম খেলবে বিশ্বকাপে। চার নম্বর পটে থাকা দলগুলোর মধ্যে প্রথমবারের মতো খেলবে পানামা। এছাড়া সার্বিয়া, নাইজেয়াি, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব পরিচিত মুখ ফুটবলপ্রেমীদের কাছে।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা