শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে ১–০ এগিয়ে ভারত। দিল্লি টেস্ট ড্র বা জিতলেই টানা ৯ সিরিজ জিতে অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করবে ভারত। সেই লক্ষ্যে অবিচল টিম ইন্ডিয়া। প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৭১ রান।
ওপেনিং জুটি নিয়ে ধ্বন্দ্বে ছিলেন বিরাট। তবে শেষ পর্যন্ত দিল্লি টেস্টে তিনি ভরসা রাখলেন মুরলি বিজয়–শিখর ধাওয়ানের ওপরেই। নাগপুর টেস্টে শতরান করেছিলেন বিজয়। তাই বাদ পড়লেন লোকেশ রাহুল।
সিরিজের শেষ টেস্টে কোটলায় টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। উইকেটে বাড়তি বাউন্স নেই বলেই চার বোলার নিয়ে মাঠে নেমেছে ভারত। দুই পেসার ও দুই স্পিনার। নাগপুরে শতরানের সুবাদে এই টেস্টেও খেলছেন রোহিত।
মুরলি বিজয় করেছেন ১৫৫ রান। দেড় শতরানের ইনিংস খেলেছেন বিরাট কোহলিও। তিনি অপরাজিত আছেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারা দুই জনই ২৩ রান করে আউট হয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর