প্রথম দিনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সমানে-সমান লড়ে যাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২০৯ রান তুলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবারই প্রথম অ্যাশেজ সিরিজে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হচ্ছে।
এবারের অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার ক্যামেরন বেনক্রফট ১০ রান করে ফিরে গেলেও, পরের পাঁচ ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসে দিন শেষে ২শ’ রানের কোটা পেরোতে পারে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৪৭, উসমান খাজা ৫৩ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৪০ রান করে ফিরেন।
পিটার হ্যান্ডসকম্ব ৩৬ ও শন মার্শ ২০ রান নিয়ে অপরাজিত আছেন। ইংল্যান্ডের জেমস এন্ডারসন, ক্রিস ওকস ও অভিষেক ম্যাচ খেলতে নামা ক্রেইগ ওভারটন ১টি করে উইকেট নেন।
প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম