এবার সাংবাদিককে 'পাগল' বললেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামের উইকেটে কেন রান খরা এমনটা জানতে চাইলে সাংবাদিককে পাগল বলে আখ্যা দেন তিনি। সম্প্রতি এমন কাণ্ড ঘটান মল্লিক।
এসময় সাংবাদিককে লক্ষ করে মল্লিক বলেন, আপনি যদি বুঝতে না চান তাহলে পাগলকে তো আমি বুঝাতে পারবো না। পরে অবশ্য তিনি এই 'বক্তব্য' প্রকাশ না করার কথাও বলেন।
আবাহনী ক্লাবের লোগো লাগিয়ে ক্রমেই তিনি এখন বিসিবিতে আধিপত্য বিস্তার করছেন। বোর্ড চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সচিব থেকে এখন তিনি বিসিবির ডিরেক্টর পদে রয়েছেন।
তবে এবারই প্রথম নয়। এর আগে বিপিএলের চতুর্থ আসরেও তিনি সমালোচিত হয়েছিলেন পুলিশকে লাঞ্চিত করে। স্টেডিয়ামে কর্তব্যরত পুলিশের এক এসআইকে লাঞ্চিত করেন তিনি। তবে পেশাগত প্রভাবের কারণে বারবারই পার পেয়ে যান মল্লিক। গুঞ্জন রয়েছে বিসিবির আর্থিক বিষয়াদি দেখাশোনা করেন তিনি।
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ