উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে লিভারপুল। চলতি মৌসুমে নকআউট পর্বের টিকেট পেতে রাশিয়ার ক্লাব স্পার্তাক মস্কোর বিপক্ষে হার এড়ালেই চলতো। কিন্তু বুধবার রাতে অ্যানফিল্ডে ‘ই’ গ্রুপের এ ম্যাচে প্রতিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে লিভারপুল। কৌতিনিয়োর দারুণ হ্যাটট্রিকে রাশিয়ার ক্লাবটিকে ৭-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
ঘরের মাঠে লিভারপুলের শুরুটা হয় দুর্দান্ত। চতুর্থ মিনিটেই সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন কৌতিনিয়ো। ডি-বক্সে মিশরের ফরোয়ার্ড সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পঞ্চদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনিয়ো। ডি-বক্সের মধ্যে স্বদেশি ফরোয়ার্ড ফিরমিনোর পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এর তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান ফিরমিনো। সাদিও মানের চিপ শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লাগার পর ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল করে স্বাগতিকরা। ৪৭তম মিনিটে বাঁ-দিক থেকে জেমস মিলনারের ক্রসে দারুণ ভলিতে গোলদাতার তালিকায় নাম লেখান সেনেগালের সাদিও মানে। এর দুই মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন কৌতিনিয়ো। তার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ৭৬তম মিনিটে ড্যানিয়েল স্টারিজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মানে। আর ৮৬তম মিনিটে স্পার্তাকের জাল সপ্তমবারের মতো বল পাঠান সালাহ।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ