সদ্য বিয়ে করেছেন ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাঠগে। ইতোমধ্যেই বিয়ের রিসেপশন অনুষ্ঠান সম্পন্ন করেছেন নব দম্পতি। এবার হানিমুনে যাওয়ার পালা।
এদিকে আবার ইতালিতে কোহলি আর আনুশকা শর্মা বিয়ে করতে যাচ্ছেন এ নিয়েও গুঞ্জন চলছে, ঠিক সেই সময় হানিমুনে গেলেন জহির-সাগরিকা। তাদের হানিমুনের ছবি চলে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হানিমুনে সাগরিকাকে নিয়ে মালদ্বীপে গেছেন জহির খান। সেখানেই খোশমেজাজে পাওয়া গেল নবদম্পতিকে।
কখনও সাগরিকার সঙ্গে এক ফ্রেম কখনও আবার সমু্দ্রের ধারে কিংবা ডিনার টেবিলে মেনুকার্ডে চোখ বুলিয়ে নিচ্ছেন জহির।
এসব ছবিই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বলিউড কিং শাহরুখ খানের 'চাক দে ইন্ডিয়া' খ্যাত নায়িকা সাগরিকা। এর মধ্যে মালদ্বীপের রাস্তায় সাগরিকা সঙ্গে জুটিতে তোলা ছবিই সবচেয়ে ভাইরাল।
দীর্ঘ প্রেমের পর গত ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন জহির-সাগরিকা। রেজিস্ট্রি করে বিয়ে করেন এই জুটি। চলতি বছরের এপ্রিলেই সাগরিকা ঘাটগের সঙ্গে আংটি বদল পর্ব সেরে ফেলেছিলেন জহির। তার এক সময়ের সতীর্থ যুবরাজ সিং এবং অভিনেত্রী হ্যাজেল কিচের বিয়ের সময় থেকেই লাইমলাইটে ছিলেন জহির ও সাগরিকা।
নভেম্বরে বিয়ের আগে অক্টোবরে লাইট-ক্যামেরা অ্যাকশনের সামনে 'জাস্ট ম্যারেড' ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেন সাবেক ভারতীয় পেসার। সাগরিকার সঙ্গে সেই ফটোশ্যুটেই হবু স্ত্রীকে চোখে হারাতে দেখা যায় জহিরকে।
বিডিপ্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান