মাঠের পারফরম্যান্স নিয়ে ভারতীয় ক্রিকেটার ধোনি ও কোহলি ভক্তরা প্রায়ই চুলচেরা বিশ্লেষণে মেতে থাকেন। তবে মাঠের বাইরে লড়াইয়ে বাজিমাত করলেন কোহলি। কিন্তু হেরে গেলেন নরেন্দ্র মোদির কাছে।
‘ইয়াহু’-তে চলতি বছরে সর্বাধিক সার্চড ক্রীড়াব্যক্তিত্ব কোহলি। তারপর রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, পিভি সিন্ধু, গৌতম গম্ভীর, রবি শাস্ত্রী, মিতালি রাজ, হারমানপ্রীত কউর, শ্রীশান্ত, রবিন উত্থাপ্পা এবং ইরফান পাঠান।
ইয়াহু-তে ‘মোস্ট সার্চড’ তালিকায় ভারতীয়দের মধ্যে বিরাট পঞ্চম। প্রথম স্থানে রয়েছেন যথারীতি নরেন্দ্র মোদি। এর আগে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যার নিরিখে ধোনি-মোদি সহ তাবড় তারকাদের টেক্কা দিয়েছিলেন কোহলি। তবে ইয়াহুর সার্চে এবার এগিয়ে থাকলেন ভারতের প্রধানমন্ত্রীই।
চলতি বছরে ফর্মের তুঙ্গে রয়েছেন বিরাট। রেকর্ডের পর রেকর্ড ধুলিসাৎ করেছেন। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতেছে কোহলিরা। ভারতকে টেস্টের ক্রমপর্যায়ের শীর্ষস্থানেও পৌঁছে দিয়েছেন বিরাট।
টানা নয় নম্বর সিরিজ জেতার পর পণ্টিংয়ের রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। তারপরে স্বয়ং পণ্টিং টুইট করে জানিয়েছেন, ‘‘যেভাবে ব্যাট করছে কোহলি মনে হয় না এখানেই থেমে থাকবে। হয়তো পরের বছরেই এই রেকর্ড অতিক্রম করে যাবে। তার পরের বছর ফের এই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটাবে। ও সম্পূর্ণ অন্য গোত্রীয়।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর