চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মোহামেদ সালাহ। আর সেই ধারাবাহিকতার হাত ধরেই বছরের শেষ ম্যাচে শনিবার রাতে পিছিয়ে পড়েও লেস্টার সিটিকে ২-১ গোলে পরাজিত করে বছর শেষ করেছে লিভারপুল।
ম্যাচের শুরুতেই হোচট খায় স্বাগতিকরা। অ্যানফিল্ডে খেলার তৃতীয় মিনিটে জেমি ভার্ডি স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে লেস্টার সিটিকে এগিয়ে নেন। বিরতির আগে আর কোনো গোল না হলেও ম্যাচের ৫২তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান মিসরি ফরোয়ার্ড সালাহ। পরে ৭৬তম মিনিটে ফের লিভারপুলের মুখে হাসি ফোটান সালাহ। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। চলতি প্রিমিয়ার লিগে এটি সালাহর ১৭তম গোল।
এই জয়ের ফলে ২১ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে বছর শেষ করেছে লিভারপুল।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ