লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে হরহামেশাই জুভেন্টাসের পাওলো দিবালার (২৪) তুলনা হয়। তবে বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হতে হলে এসব নিয়ে তাকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন জুভেন্টাস কোচ মাসিমিলিআনো এলেগ্রি।
তিনি বলেছেন, দিবালার জন্য একটাই পরামর্শ, শুধু নিজের ফুটবল এবং নিজের জার্নিটা নিয়েই ভাবো। মেসি কিংবা রোনালদোর মতো খেলোয়াড়দের সঙ্গে তুলনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আগামী তিন বছরের মধ্যে নেইমারের সঙ্গে তুমিও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচিত হবে। এখন মেসি-রোনালদোর সময়ে এটা একটু কঠিন। তবে শারিরীক, কৌশলগত এবং মানসিক উন্নতি করতে পারলে এটা অসম্ভব নয়।
জুভেন্টাস কোচ আরও বলেন, 'মানসিকতাই ফুটবলে সবকিছু এবং আত্মবিশ্বাসটা হলো সাফল্যের চাবিকাঠি। তোমাকে (দিবালাকে) শুধু ফুটবলের উপরই মনোযোগ দিতে হবে এবং দৃঢ়চেতা হতে হবে।' সূত্র : ভ্যানগার্ড
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা