২০১৭ সালের বিশ্বসেরা টেস্ট ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস। আর এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
২০১৭ সালে মুশফিক ৮ ম্যাচে ৭৬৬ রান করেছেন ৫৪.৭১ গড়ে তার। ১২টি ক্যাচের পাশাপাশি দুইটি স্টাম্পিং আছে মুশির।
কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের টেস্ট একাদশে মুশফিককে রাখা হয়েছিল উইকেটকিপার হিসেবে। ফক্সের সেরা একাদশেও উইকেটের পেছনে তাকেই রাখা হয়েছে।
এ বছরই নিজেদের শততম টেস্ট খেলে টাইগাররা। মুশফিকের অধীনেই শ্রীলঙ্কার মাটিতে জয় পায়। অন্যদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর কীর্তি লাভ করে দল। ওই ম্যাচেও অধিনায়ক ছিলেন তিনি।
ফক্স স্পোর্টসের একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিনজন করে রয়েছেন। এছাড়া বাংলাদেশ ও ইংল্যান্ডের এক জন করে জায়গা করে নিয়েছেন।
এক নজরে ফক্স স্পোর্টসের বর্ষসেরা টেস্ট একাদশ:
ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পুজারা (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি(ভারত), মুশফিকুর রহিম (বাংলাদেশ) (উইকেটকিপার), রবিন্দ্র জাদেজা (ভারত), নাথান লায়ন(অস্ট্রেলিয়া), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস এন্ডারসন (ইংল্যান্ড)।
বিডিপ্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান