বাংলাদেশের ক্রিকেটাররা নাকি 'ব্যাড বয়'। তবে একজন কিংবা দু'জন নয়, পুরো টিম। আর নাটের গুরু স্বয়ং অধিনায়ক সাকিব আল হাসান। গত শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অঘোষিত সেই সেমিফাইনাল ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম ও দেশটির সাবেক কয়েকজন ক্রিকেটার।
শুধু তাই নয়, ভারতীয় মিডিয়া টাইগারদের 'গুণ্ডা' বলেও আখ্যা দিয়েছে। আর এ কারণে আজ নিদাহাস ট্রফির ফাইনালে নাকি টাইগারদের আদব কায়দা শেখাবে টিম ইন্ডিয়া! কথাটা যে কতটা হাস্যকর তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেট মাঠে কারা বেশি অভদ্র আচারণ করে-তা অনুসন্ধান করলে ভারতের নামই বেশিবার আসবে। শুধু কি তাই, প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই।আর আজ তারাই কিনা অন্যায়ের প্রতিবাদ করা সাকিব-সোহানের আরও শাস্তি দাবি করে। অথচ ভারতের শ্রীশান্ত, হরভজন সিং কিংবা বিরাট কোহলির খ্যাপাটে দৃশ্য এখনও মানুষের মনে দাগ কেটে যায়। তাই সময়ই বলে দেবে কে কাদের আদব-কায়দা শেখায়? আর সেটাই দেখার অপেক্ষায় থাকবে পুরো দেশ-এমনটাই মনে করছেন টাইগারভক্তরা।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/মাহবুব