নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। দুর্দান্ত সূচনার পর ফিরে গেছেন ওপেনার শিখর ধাওয়ান। একটি করে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান ও রুবেল হোসেন।
শেষ খবর পর্যন্ত ৭ ওভারে দুই উইকেটে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬৭ রান। ১১ বলে ২২ রান করে ক্রিজে আছেন অধিনায়ক রোহিত শর্মা । তার সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল।
রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।
৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ৭টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। এছাড়া ১৬ বলে ২১ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ৭ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ।
ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল তিনটি, জয়দেব উনাদকাত দুটি, ওয়াশিংটন সুন্দর একটি উইকেট তুলে নেন।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/আরাফাত