বাংলাদেশের আলোচিত উদযাপন নাগিন ড্যান্স দিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্করও। গতকাল রাতে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালে কমেন্ট্রি বক্সে বসে তিনি এ ড্যান্স দেন। এ সময় পাশে বসে থাকা সাবেক অজি পেসার ব্রেট লি'কে হাসতে দেখা যায়।
গাভাস্করের সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। ওই ছবিতে দেখা যাচ্ছে, গাভাস্কর যখন নাগিন ড্যান্স দিচ্ছেন তখন ভারতের ৯.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৮২ রান। জয়ের জন্য ভারতের দরকার ৬৫ বলে ৮৫ রান। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান লোকেশ রাহুল ১৩ বলে ২৪ এবং রোহিত শর্মা ৩২ বলে ৪৭ রানে।
এর আগে, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে উত্তেজনার মুহূর্তে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিবাদী রূপের বিরুদ্ধে সমালোচনা করে ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়েন সুনীল গাভাস্কার। তাই নেটিজেনদের ধারণা, টাইগারদের ব্যঙ্গ করেই এটা করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
ভিডিও দেখতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/মাহবুব