তিনি স্পষ্টবক্তা। কোনও বিষয়ে কিছু বলার থাকলে সরাসরি জানিয়ে দেন। বিশেষ করে যদি প্রসঙ্গটা তার নিজ দেশ ভারতকে নিয়ে হয়। কিছুদিন আগেই শহিদ আফ্রিদির টুইটের উত্তরে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের পরে ফের পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।
তিনি জানিয়ে দিলেন, কেবল ক্রিকেট নয়, পাকিস্তানের সঙ্গে কোনও বিষয়েই সম্পর্ক রাখা উচিত নয় ভারতের। ভারত-পাক ক্রিকেট বন্ধ থাকা প্রসঙ্গে গৌতম খোলাখুলিভাবে বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে কেবল ক্রিকেট খেলা বয়কট করলে হবে না। যদি ব্যান করতেই হয়, তাহলে অন্য ক্ষেত্রেও করা উচিত। সে ফিল্ম হোক, সঙ্গীত বা অন্য কিছু। যতদিন না দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে, ততদিন পাকিস্তানের কাউকেই এদেশে পারফর্ম করতে দেওয়া উচিত নয়।’’
সদ্য দিল্লি ডেয়ারডেভিলস'র অধিনায়কত্ব ছাড়া গৌতম আরও বলেন, ‘‘সাম্প্রতিক অতীতে পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে নানা বিষয়ে। কিন্তু কোনও উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায়নি। প্রত্যেক দেশেরই ধৈর্যের নিজস্ব সীমা আছে। প্রথমে অবশ্যই কথা বলা উচিত। কিন্তু তাতে কাজ না হলে কড়া ব্যবস্থা নিতেই হবে। বিষয়টা নিয়ে রাজনীতি করে কোনও লাভ নেই।’’
সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে গৌতমের বাকবিতণ্ডার কারণ ছিল কাশ্মীর ইস্যু। বারবারই ভারতীয় সেনাদের প্রতি তার শ্রদ্ধার বিষয়টি সামনে এসেছে। এবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলে গম্ভীর বুঝিয়ে দিলেন, তিনি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর