আইপিএলের ২৯তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। টানা দুই ম্যাচে হারের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা। এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে দিনেশ কার্তিকরা। আর ৭ ম্যাচ খেলে ৫টিতে হেরে সাত নম্বরে চলে গেছে বেঙ্গালুরু।
এর আগে কোহলির মারকুটে ৬৮ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। আর কোহলি তুলে নেন তৃতীয় ফিফটি।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেয় নারিন-ক্রিস লিন জুটি। ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৪৯ রানে জুটি গড়েন রবিন উথাপ্পা-লিন। শেষ ১০ ওভারে ৫৪ বলে ৭৮ রান দরকার ছিল কলকাতা। ১৩তম ওভারে উথাপ্পাকে (৩৬) ফেরান মুরুগান অশ্বিন। রান কম ওঠায় এ সময় কলকাতা কিছুটা চাপে পড়লেও লিনের দুর্দান্ত ইনিংসে দলটি চাপ কাটিয়ে নোঙর করে জয়ের বন্দরে। ৫২ বলে ৬২ রানের দারুণ এক অপরাজিত ইনিংস খেলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বেঙ্গালুরু। দুই বিস্ফোরক ওপেনার কুইন্টন ডি কক-ব্রেন্ডন ম্যাককালাম তেমন ঝোড়ো শুরু এনে দিতে পারেননি দলকে। ৮.১ ওভারে ডি কক (২৯) যখন আউট হন বেঙ্গালুরুর সংগ্রহ তখন ১ উইকেটে ৬৭। ২৭ বলে ২৯ রান করেন ডি কক। এক ওভার পর ম্যাককালামও (৩৮) ফিরে যান। ২৮ বলে ৩৮ রান করেন তিনি। ম্যাককালামকে ফেরানোর পরের বলে মনন ভোহরাকেও ফিরিয়ে বেঙ্গালুরুকে চাপে ফেলেন কলকাতার পেসার আন্দ্রে রাসেল। কিন্তু কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে পাশার দান উল্টে যায়। তাঁর ৫ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি বেঙ্গালুরুর রানের গতি বাড়িয়েছে। ২০তম ওভারের শেষ বলে ছক্কা মেরে বেঙ্গালুরুর ইনিংসের দারুণ সমাপ্তিও টানেন দলটির অধিনায়ক। কিন্তু কার্তিক-লিনের তাণ্ডবে জয় নিয়ে মাঠ ছাড়ে নাইটরাই।
বিডিপ্রতিদিন/ ই-জাহান