পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের ভাতিজা ইমাম উল হককে ইউরোপ সফরে দলে রাখার পর থেকেই একের পর এক ধেয়ে আসছিল সমালোচনার তীর। আর সেই সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে কেন্টাবুরিতে প্রস্তুতি ম্যাচে কাউন্টি দল কেন্টের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নেয়া সফরকারীরা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬৮ রানেই ইনিংস শেষ হয়ে যায় তাদের।
কিন্তু একের পর এক উইকেট ভাঙতে থাকা দলটির এক পাশ আগলে রাখেন তরুণ ইমাম। ১১১ বল খেলে করেন ৬১ রান। ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। এছাড়া শেষ দিকে হাসান আলীর ব্যাটে আসে ২৪ রান। এছাড়া পাকিস্তানের আট ব্যাটসম্যানই টপকাতে পারেনি বিশ রান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর